বাগানের স্থান, পরিধি ও ধরণ ভেদে বাগানের খরচের তারতম্য হয়। বাগান তৈরির কাজ শুরু করার আগেই খরচ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা জরুরি। নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা থাকলে আপনার সিদ্ধান্তে উপনিত হতে সুবিধা হবে।

নিচের ফর্মটি পূরণ করে বাগান করতে কেমন বাজেট লাগবে সে সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী বাজার যাচাই ও বিভিন্ন সেবা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে একটি পরিকল্পনা ও বাজেট জানাব।


বাগান তৈরির বাজেট সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

বাগানে কোন ধরণের গাছে কেমন খরচ হয়?

গাছভেদে দামের তারতম্য হয়। আবার অনেক ক্ষেত্রেই একই গাছের বিভিন্ন প্রজাতির চারা বিভিন্ন দামের হয়ে থাকে। সাধারণত দুষ্প্রাপ্য গাছগুলির দাম তুলনামূলক বেশি হয়ে থাকে।

বাগানের জন্য মাটি তৈরিতে কেমন খরচ হয়?

মাটি তৈরি গুরুত্ত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। ভালো মানের মাটি তৈরিতে প্রতি কেজি ২০ টাকা খরচ হতে পারে। কি কি উপাদানের মিশ্রণে মাটি তৈরি করা হচ্ছে তার উপর নির্ভর করে দামের তারতম্য হতে পারে। সব গাছের জন্য একই ধরণের মাটি নাও লাগতে পারে।

গাছের টবের দাম কেমন?

টবের আকার অনুযায়ী বিভিন্ন দামের টব হয়। আবার টব কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করেও দামের তারতম্য হতে পারে। একটি ৫ ইঞ্জি ব্যাস ও ৮ ইঞ্জি উচ্চতা বিশিষ্ট মাটির টবের দাম ১৫০-২০০ টাকা হতে পারে। একই মাপের সিরামিটের টবের দাম ৪০০-৫০০ টাকা হতে পারে।